ভুবন কি আসলে এত সুন্দর ?
নাকি কবির মায়ায় আচ্ছন্ন হয়ে,
এত সুন্দর দেখায়।
কবির মায়ায় কাক সুন্দর,কালিয়া সুন্দর।
অমাবস্যার রাত সুন্দর।
যে দিকে তাকায় কবি,
সে দিকেই হারায় মন।
অতুলনীয় মনোহর রূপ
আউল বাউল বানিয়েছে কবি।
যখন তীব্র বিষময় হয়ে উঠে মানসী,
তখন আরও সুন্দর করে জড়িয়ে ধরে পৃথিবী।
পৃথিবীটা যদি জন্ম-জন্মান্তরের বাসস্থান হতো,
মনে হয় এত সুন্দর লাগতো না।
ফুরাবে বলেই সে,
বেশি মধুময়।