ওহো কি রূপ ছড়ালো বন গালিচায়
ঝরছে শ্রাবণ স্নান সারলো কদম,
জলময় জোয়ারে খুশবু ছড়ায়;
শাঁখে শাঁখে নতুন বাসর রূপের কি হুলিয়া!
সবুজে সবুজে চকচক লাবনী পড়িয়াছে ঢুলিয়া।
আকাশে বাতাসে সবুজ পাতায় এক যুগ হইয়া,
ভক্তি নত শির সৃষ্টিতে আসিয়া।
রূপে রূপে চেয়ে আছে বিশ্ব রূপের কারখানা
রূপ মিশিয়ে চুপ লুকানো,
ত্রিভুবন রূপের মহুয়া।