এই ময়ূর পঙ্খি নৌকা
কাঠের একা তৈরি নয়,
লোহার বন্ধনে ভেসেছে জলে।
আর দেহ পিঞ্জর শুধু মাটির নয়,
শ্যামের প্রেমে হয়েছে শিখা,
শ্যাম সানাই দু'জনার,
এক ঘাটে আস্তানা।
শ্যাম বিনা বাজে না সানাই,
সানাই বিনা বাঁচে না শ্যাম।
অফুরন্ত ভালোবাসা আছে
তবুও দুজনার বিরহ বিচ্ছেদ,
এক রহস্যময় শঙ্কটে।
তোমরা সবাই বিচ্ছেদ সইছো;
শুধু পারছি না আমি,
বড়ই মর্মান্তিক এই নিষ্ঠুরতা।
সানাই-র পেয়ালায়,
জল পান করে;
বেঁচেছিলো শ্যাম ,
পেয়ালা ভেঙ্গে চলে যাবে,
কেমন অবিচার ?