কত ধন-রতন আছে তোমার ?
যার একটু দেখেই আমি মহা খুশি।
প্রথমত: লোভ লাগলো মেঘমালার বুকের উপর,
         হায়রে মেঘ একটা সুতা যদি,
         তোর নাকে দিতে পারতাম বেঁধে?
         উড়তে উড়তে দিনভর আকাশ জুড়ে,
         রাতভর আমি তোর পিঠে চোড়ে,
         প্রিয়তম'র দরজায় সিঁধ কাটতাম।
         বলতাম -হে মদন কুমার জাগো রে জাগো!!!!
         এসেছি আমি মেঘে ভিজে,
         অনেক পথ পাড়ি দিয়ে।
         তুমি কি ঘুমাবে নাক ডেকে?
         ভালোবাসাবাসি-মন পোড়াপুড়ি,
         সব টুকুই আমার?!!!
         তুমি কি শুধুই করুনা করেছো?
         মনে মন ছুঁয়ে?
         জানতাম যদি অগোচরে তুমি,
         চোরেরও মাল করো চুরি!!!
         তবে কখনো হতাম না চোর।
         মহাবিদ্যা ছিল,
         মহামানব রা ছিল,
         যারা পথ দেখায় মহান স্রষ্টার।
         হৃদঙ্গমে তাদের সাথেই হতো মাখামাখি।