কোথায় লুকাইলা
খেলাঘরে নামাইয়া আমায়,
লুকোচুরি কত জানো?
কত সাজে তুমি সাজো?
আজ ফুল কাল পাপিয়া;
কথা ছিল আমার সনে।
দিবে দেখা মধুবনে,
লুকোচুরি খেলার ছলে।
কাঁটাবনে লুকাইলা,
নাই কোন স্বাদ,
নাই অভিমান।
আত্মাতুষ্ট মরেও অমর হবো,
পর জনমে দিও দেখা,
জনম সফল হবে।
পেয়েছে যে জন তোমারই কিরণ,
নিজেকে পুড়িয়ে হয়েছে সুজন।
এই লীলাখেলার পরম স্বাদ,
প্রেমেই করেছো আবদ্ধ।
শিখাইয়া প্রেম লুকাইয়া তুমি,
গোটা পৃথিবীটাকে শিকল পড়াইয়া;
করেছো উন্মাদিনী।