এত কথা কি আমি বলতাম?
না বলা সময় এসে ,
যদি মধ্যরাতে নিশুথি আমেজে কুঞ্জ মাঝে,
হাত রেখে হাতে।
হৃদয় বদল করে,
মালা বদল হতো।
এখন কথার ধ্বনি বিনোদিনী কাঁদতে শিখেছে।
সেতারের রাগ-লহরি,
সকল প্রাচীর ভেঙ্গেছে।
অবলা হয়েছে দস্যি।
সুরে-সুরে সুরের সনে,
সঙ্গোপনে ঘর সংসার করে।
গীতি বিলাপ সুরের সুতা মালা গাঁথা।
সুরের গলায় গলাগলি করে বর্ষন ঢেলে স্বপ্ন সুর,
সার্বোভৌমত্ব সুরে সুরে খেলে।