আজকাল আর আবছা আবছা বা
ঝাপসা ঝাপসা কিছুই দেখি না।
অন্ধকার, ঘোর অন্ধকারে ছেয়ে গেছে
আমার আকাশ।


বোকার স্বর্গ আমাকে দিয়েছে নিকস আধার,
ব্যাধিকল্পনা ব্যাধিগ্রস্ত এক সৃজনশীল মিথ্যে
আধারে আমাকে ডুবিয়ে দিয়ে
নিজেকে  বিজ্ঞানী ভাবার কোন হেতুপদ নেই।


অন্ধ মানে এই নয় যে,
তার মনের জানালা বন্ধ হয়ে আছে-
বন্ধ হয়ে আছে মনের চোখ।
একদিন সত্য উঁকি দেবে, আর
সত্য বোকার স্বর্গ থেকে বেরিয়ে আসার
পথ খুঁজে  পাবে নিশ্চয়।
জানোতো,কানি বক কানা নয় !