আমি এমনও কথা বলতে পারি
তুমি শুনলে কানে তুলো দিতে দিতে
একদা বধির হয়ে যাবে …
কথায় কথা বাড়ার ভয়ে যদি
কথা বলা বন্ধ না কর, তবে এক সময়
শ্রবণ-প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ।
আমার কথার খোঁচায় তোমার শরীর, ভিতর ও বাহির
জর্জরিত হবে অবলীলায়, আবার
এমনো কথা আছে, শোন যদি
ঝাপ দিবে অনলে অথবা
ঘুসিটি উঁচিয়ে আসবে তেড়ে ।
ছুঁড়ি যদি কথার তীর
শরাহত পাখির মতো পড়বে লুটিয়ে ……
জেনো আমার কথার হিটে খই ফুটে এবং
কথার চোটে বম ফাটে ……  


আমি বলতে পারি আরো অনেক কথা
যদি পাত কান
শুধা কর পান
হাসবে সাড়া অঙ্গ জুড়াবে পরাণ ।
কথার মালা যদি পড় গলেতে
গাইবে পাখি
ফুটবে হাসি ফুলেতে ………


সুধামুখী, ঢাল মুখের সুধা
যুদ্ধ কর জয় ।