শির-দাড়া, কর্ণকুহর খাঁড়া রাখি দিবস ও রজনী
কখন একটা কল আসবে মোবাইল ফোনে অথবা
ইমেইল- ইন্টারনেটে ভেসে আসবে সচিত্র আবেগ
অথবা
ইথারে ভেসে আসে যদি মিষ্টি কোন গান ……
আমি কান পেতে আছি;
কতদিন শুনিনি মিঠেল বকুনি
শুনিনি সহজ কথার খোঁচা
মন খারাপের অভিনয়
দেখিনি পিঠের উপর আটরশি বেণী !  
আমার শুষ্ক মগজ খোঁজে ফিরে বার বার
কেন এ বিরহ, মান অভিমান ?
এখনো যে বাকী অনেক দেনা পাওনার হিসেব !


তোমার আঁকা ছকবর্গেই সাজাতে চেয়েছি জীবনের ছবি
যৌবনের উঠোন
মিলনের ঘাস বারান্দা
সায়াহ্নের গাঙচিল …


কোথায় লুকিয়ে আছ?
কোথায় তোমার সেলুলার?
নেটওয়ার্ক নেই বুঝি ?


শাদা শাড়িতে একলা ঘরে
এতবড় আড়ি!
এ বড় বেশি অন্যায়, বড় বেশি।