আর কত ডিমে তা দেবে
দু’চোখে প্রজন্ম-স্বপ্ন-ঘোর পাখি!  
লড়ছি বিরতিহীন পল অনুপল প্রতিদিন
দড়িলতা দিয়ে বেঁধেছি ঐচ্ছিক পেশী আর
মনোবীণায় বাজিয়েছি বনলতা সুর অতঃপর
তানপুরায় পুড়াই তানসেন মন
বীজতলায় বুনি কবিতার শেকড় আর
উড়িয়ে দেই সশব্দে মানবিক ঢেউ  
আমার ভালবাসার কঙ্কালে আটকায় যদি কেউ
সহমরণ হবে আলো ছায়ার, অতঃপর হব ছাই
উড়ে যাব কবিতার শহর
আটকাতে পারবে না জলের বাঁধ।
যদি উদযান হয়ে বেলুনে চড়ে আস পিছু পিছু
ওড়াওড়ি কর আকাশের নীলে আর
ঠোঁট নেড়ে পরখ করে সোনালী চিলে
জলের বুদ্বুদ হারাবে নিঃসীমে ।
স্বপ্নের রাত উদ্বোধন হলেই
স্বপ্নের ঘানি টানবে আরোপিত কর
দুঃস্বপ্ন পড়বে লাল টোপর
আলেয়ার আলোতে …
এর চেয়ে প্রলয় ভাল
ভাল নুহের প্লাবন অতঃপর
মাটি খুঁড়বে শেকড়
জল দেবে হাওয়া  
সূর্যকে প্রণাম করবে নতুন কুঁড়ি ……