এক সময় দেশে কিছু কারখানা ছিলো
সেখান থেকে উৎপাদিত হতো জীবন্ত সব প্রতিষ্ঠান…
প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে পড়তো দেশময়, এমনকি দেশের বাইরে
তাঁরা দেশের প্রশাসনযন্ত্র চালাতো
চিকিৎসায় আত্মনিয়োগ করত কেউ
প্রকৌশল সহায়তায় মগ্ন থাকতো কেউ
কেউবা প্রতিরক্ষা, কৃষি, বিপণন …
কারখানায় উৎপাদিত হতো দেশবরেণ্য নেতা ও নেত্রীর
তাঁরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেন
প্রতিবাদে ফেটে পড়তেন, রুখে দাঁড়াতেন,
জনতার প্রতিনিধি হয়ে আসতেন আইনসভায় …
কারখানার নাম ছিলো স্কুল, কলেজ, য়্যুনিভার্সিটি।
আজও নেতা নেত্রী উৎপাদন হয় কিছু কারখানায়;
কারখানার নাম অমুক বিস্কিট ফ্যাক্টরি
তমুক স্টীল মিলস অথবা …………… !