এ দিকে যদি এসো কোন দিন কোন বেলা
ধীর পদে হেঁটো
তাল লয় না থাকে না থাক
স্নায়ুগুলো সজীব রেখো;
ভাবনারা ঝগড়াটে হলে স্মৃতির প্রতিস্থাপনে
বিভ্রান্তির মরীচিকা তোমার চোখে স্বপ্ন এঁকে দেবে!
স্বপ্ন-সুন্দর কুয়াশা, ধুলির ঝড়
এক ফুটা বারি
তৃষ্ণায় কাতর নারী
যেয়ো না’ক আগুবারি;
কণ্ঠকে আঁচড়ি পা, রক্তের স্রোত যদি বহে
দূর্বাঘাস চিবিয়ে দিও-  
বুকের খাঁচার ভেতর বেলুনের উঠানামা
কারও বাক্যবাণে যদি নিয়ন্ত্রণ হারায়
নাসিকায় স্মৃতির অক্সিজেন দিও।
অসংযত সংলাপ যত তোমার নারীর ধারা
কুঁড়ায়ে এনেছো জনমে
তোমার পথের সঙ্গীর মতো;
যদি পারো পথ ভুলে
পথেই রেখে যেয়ো।