তুমি কাছে এলে এলোমেলো হয়ে যায় স্মৃতির পাতা
হেসে উঠে বুকের ভেতর জমানো যত ব্যথা
কানের কাছে বহে নবীন বাতাস  
চোখের তারায় ফুটে নীল আকাশ
আনমনে কেঁপে উঠে বুক
গুনগুন করে ঠোট।        


তুমি কাছে এলে জমানো ভাবনারা লুকোচুরি খেলে
জেগে উঠে রুদ্দুর টোলপড়া গালে
সুড়সুড়ি এঁকে দেয় একফালি নিঃশ্বাস
বাঁকা চাঁদে ভর করে দুরন্ত বিশ্বাস
নয়নের পালে দোলে বুনো সমুদ্দুর
গায়ের গন্ধে নেচে উঠে ধমনীর সুর  
বুদ্ধিরা পাখনা মেলে উড়ে যায় দূরে
মনপাখি অসময় ফিরে আসে নীড়ে  


তুমি কবিতার বই, আমার সই
তুমি এসো, বার বার এসো
এসো নিশ্চয়ই …