রেলের পাটিতে কান পেতে শুনি হরবোলা আওয়াজ
কামনারা এ বেলায় গন্ধ মেখেছে ধানের শীষে আজ।
পরিযায়ী শীত নিয়ে আসে, কাঠবিড়ালি দোলায় লেজ
বিড়াল তপস্বী গোঁফ নাড়ে, রোদে শুকায় জমানো আমেজ।
ঋতুবতীর ললাটে লাল টিপ, হেসে খুন হয় বুনো হাঁস
অকালে শুঁকায় গাঙয়ের জল, গান গায় জুলহাস।
ওলানে মুখ লুকায় বাছুর, খোকাবাবু খায় পাউডার
সংস্কৃতি ডিগবাজী খায়, কাঁটাতারে ঝুলে থাকে বর্ডার!