সাড়ে চারশ বছর ধরে একটা জলের গর্ত খুঁড়ছি  
গলির মোড় থেকে বড় রাস্তা অতঃপর ঐতো বুড়িগঙ্গা
প্রতি বছরই খুঁড়াখুঁড়ি চলে জুন থেকে জুন অবধি
ফলের বরাদ্দে জল কেনার মতো টাকা গড়িয়ে যায়
মাঝে মাঝে জলের সাথে হিসু, হিসুর সাথে মল
আবর্জনার আলাদা গর্তের প্রয়োজন কি?
দুই একটা মরা মুরগি, গলিত কুকুর যদি
গঙ্গাস্নানে যেতে চায় দোষ কি?
জীবনে মুরগী খেতে পায়নি যে শিশু
তার মুরগীর গন্ধে জলের গর্তে গেলে দোষ কি?
আমরা সাড়ে চারশ বছর ধরে বহু শিশু, বহু আলো, আশা  
গর্তের জলে ভেসে যেতে দেখেছি ...
কিছু বলিনি, কিছু করিনি, তাতেই দোষ কি?  
আজ যে সব ফাঁদ পাতা শিকারি গর্তের ঢাকনা খুলে রাখে
তাদেরই বা দোষ কি?