এক বুক আবেগ ধুয়ে ফেলেছি হুইল পাউডারে
এখন আমি বুকের ভেতরটা দেখতে পারি -
সেই দুরু দুরু করা বুক এখন শুধুই ধূ ধূ ।
বাম অলিন্দ ডান নিলয় হেঁটে ফিরে যাও কোষে,  
কিছু বলবো না আগুপিছু, তারে বা বেতারে।
বুড়ো আঙ্গুলের মতো হেঁটে বেড়াতে ইচ্ছে করে
কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা হয়ে তর্জনীতে...  
ঘরে-বাইরে এখন আলো ছায়ার খেলা – তাই
অসময়ে লাশ হওয়ার ইচ্ছেটাকে ধমকে দিয়ে
ঘোমটা পড়েছে এক ঝাঁক সবুজ ঘাস;  
অবুঝ মন আর কেন কাঁদবে বারোমাস
কপালে ঝিঙে ফুল ফুটিয়ে দেখি বার বার
ও কিছু না, শুধু ফানুসে বন্দি কিছু বাতাস!