চারিদিকে অনেক অমর কবিতার হাতছানি  
কবি এখন শব্দের পুষ্টিগুণ বিচারে ব্যস্ত, অতঃপর
বিলেতি কিছু অলংকার ও বাঙ্গালী অহংকার মিশিয়ে
গুটিকয় ঘোঁটা দিতে হবে প্যারায় প্যারায়;  
কয়েক ফোঁটা স্পর্শকাতর ধর্মীয় অণুজীব অথবা
সমুদ্র, পাহাড় ও ছিটমহল গল্পের গ দিয়ে একটা
উপসংহার  ঝুলিয়ে দিতে হবে লেজে এবং
আনমনা দুষ্ট পাঠকের জন্য যৈবতী প্রেমের
সুড়সুড়ি ছিটিয়ে দিতে হবে গর্ভবতী বাতাসে, আর
নেপথ্যে বাজিয়ে দিতে হবে হিন্দি গানের সুর-  
দেখবে, কবিতা উড়ছে আকাশে বাতাসে, আর
দেবীর আশীর্বাদে সহসা কবি হবেন মহাকবি!