বহুদিন পর হৃদয়ের উঠোনে ঝাড়ু পড়ে
ঝরা পাতার আড়ালে রোদ খুঁজে পায় মাটি
জানালার ধারে বাতাসের কানাকানির হয় অবসান
ধোয়ামোছা হয় স্মৃতির মেঝে  
কভার বদল হয় মান-অভিমানের
রঙ লাগে বুকের দেয়ালে …


অতঃপর বাজারে যায় রহমত  
আত্মাহুতি দেয় সদ্য বাক দেয়া একটি মোরগ
শিল-নোড়ায় মাথা রাখে আদা, গোল মরিচ আর …
নেপথ্যে বেজে উঠে রবি ।


এখন  
কানে শুধুই পায়ের আওয়াজ
চোখে সেই হাসিমুখ -
এসো, এসো রোদ  
আর কত পুষিবে সোনালী দুঃখ?