আজি চৈত্রের দুপুর চেতনার গাং শুকিয়ে চৌচির
কোথায় কৈবর্ত, নূরআলদীন, মজনুশাহ ফকির?
আজও কোরা মারে চেঙ্গিসের নব্য উম্মত!
নির্বিচার ক্রসফায়ারে ঢলে প্রতিবাদী যুবা
নেতা আর হাতার দৌরাত্ব্যে কাঁপে জমিন ।  
রাজপথে উলঙ্গ নৃত্য চলে, চলে বেশ্যার বেসাতী
বানর ভাগ করে বেড়ালের পিঠা, আর তস্য
নীলকররা জনসেবা কোম্পানি খুলে শেয়ারের ফাঁদে।
শাদা শিয়াল বিলায় আলো চোরা-বিদ্যুতের তারে।
কোথায় সিধু, কানু সাঁওতাল?
কোথায় তিতুমীর, সূর্যসেন, টগবগে বাঙাল!
ঋণের টাকায় শখ কিনি বিশ্বায়নের বাজারে
ডিজিটে গুতু দিলে নীলছবি উঁকি মারে
কিশোর-যুবা কিনে এইডসের বীজ!
কোথায় প্রীতিলতা, ক্ষুদিরাম! কোথা নজরুল?
সাধুর মুখোশে ভুতুম হাসে আজ
কবিরাও চাটে পায়
উন্নয়নের গান গায়
জোয়ারে ভেসে যায় দেবীর প্রসাদ আশায়!
কোথা মার্চ চিরঞ্জীব! কোথা শেখ মুজিব?
এসো, এসো আজিকার যীশু, হাতেম, জগাই
এসো, প্রসুপ্তের নাকে চেতনার গন্ধ বিলাই।