মুক্ত আকাশে ডানা ঝাপটায় পাখির ছানা
বলে যায় কতকথা কলকাকলিতে নিরন্তর।
বিপদে একটি কাকের কা কা রবে দেখি
হাজার কাকের তেড়ে আসা মিছিল, শ্লোগান।
শোষণ আর বঞ্চনার বুকফাটা চিৎকার
ভালবাসার আকুতি মিলনের ফল্গুধারা আমিয়
মাটি, মা আর মৌমাছির মধু গুঞ্জন সতত;
মায়ের ভাষায় ফেলি নিঃশ্বাস পাই আশ্বাস।
ইতিহাস থমকে দাঁড়ায় ৫২র ফেব্রুয়ারী একুশে
বাঙ্গালীর মুখে চেপে বসে উর্দুর লাগাম;
বোবা কান্নার বোমা ফাটে কেঁপে উঠে বাতাস
মায়ের মুখের ভাষার দাবিতে গর্জে বাংলার মুখ।
বাংলার শেকড় বাংলা ভাষা, জেগে উঠে বাঙ্গালি;
ভাষার অধিকার আসে ভাইয়ের রক্তে আরবার
মায়ের ভাষা মনের আশা মিটায় বার বার ।
মুক্ত স্বাধীন চেতনার বীজ বুনি অন্তরে অন্তরে
বিশ্ব দেখে অবাক চোখে বিস্ময় বাংলা একাত্তরে।
আজিকার এ নতুন পৃথিবীর তাবৎ ভাষা
সালাম জানায় বৈশ্বিক চেতনায় একুশেরে।