তারাদের ছুঁয়ে দেখতে চেয়েছি বহুকাল -
হঠাত, তারকেশ্বর নিজেই প্রসন্ন বদনে উঁকি দিলেন
এক রাতের জন্য এ গরীবের ডেরায় ;
বললেন, তুমি বড্ড সেকেলে কবি
এসো তোমাকে  নিয়ে যাই তারার মেলায় -
তারাদের মেলা  দেখতে গিয়ে ছোটবড় কয়েকটা  
নিতান্ত “থ” নিয়ে  এলো দুর্গা দ্বিপ্রহর
আমি ছুটে চললাম –
চশমা খুলে তারকা দেখতে
নাক ও চিবুক ছুঁয়ে তারকা দেখতে
দেখতে মিটমিট করার রঙ ও ঢং
জ্বালানি কম হলে কি হয় ?
সলতে টাইট হলেই বা হয় ?
সত্যি যখন তিনি আমাকে নিয়ে এলেন কাওরান বাজারের
আন্ডারপাস হয়ে পাঁচতলা সবুজ মাঠ
আমি ততক্ষণে গান গাইতে শুরু করেছি
কোন কোন তারকা হাত বাড়িয়ে দিলো
কেউবা বত্রিশ দাঁত বের করে হেসে উঠলো
ঝাপটে ধরলো কেউ বুকের ভেতর
মনে হলো তারার বনে হারিয়ে গেলাম
নিখোঁজ সংবাদের মাইকের শব্দ তরঙ্গ আদৌ
পৌঁছবে কিনা সন্দেহ
তারার আলোয় আমি দেখলাম
এ আলো যতই ক্ষীণ হোক , কখনো থমকে দাঁড়াবে  না


আরো মনে হলো, চোখ ধাঁধানো আলোর ঝলকানি
আমার দরকার নেই
আমি যেন এ হেন স্নিগ্ধ আলোর সরলরেখায় থাকি  চিরদিন ।