উদ্ভিদ জল খায়, জলজেরা সাঁতরায়, আদিগন্ত খেলার
মাঠ পেরিয়ে সূর্যদীঘল বাড়ি, এক্কাদোক্কা খেলে সদ্য
ফুলফোটা কিছু কিশোরী, সজনে ডালে ঝুলে থাকে
হালের মিশুক মুনির, ড্যাবড্যাবে চোখে তাকায়
গ্যালারীর নায়ক অর্জুন সিং - আর বেঘোরে ঘুমায়
সদ্য রঙ-করা ঝকঝকে আন্তঃনগর রেলগাড়ি, এদিকে
উড়ে আসে এক চিল, ছোঁ মেরে নিয়ে যায় মুরগীছানা;
মুরগীও উড়ে যায় আধেক আকাশ অতঃপর বুক
শীতলকরা হতাশা নামে বুড়িগঙ্গার রঙিন জলে
উঁকি দেয় পাড়া প্রতিবেশী, বসে থাকেনা
জনপ্রতিনিধি, লাঠিওয়ালা, কামলা ও কামলার চেলা;  
মেলা জল খসে ঘাটে ঘাটে,  পথে পথে রামঘাম
আম আসে, আম যায় ছালা যায় জয়নগর হাটে
আবারো চিল নামে…
এখন রাস্তার পাশে আর কেউ ট্যা ট্যা করে না,
কেউ ভ্যা ভ্যাও করে না …