আর একটা ধমক বড় বেশী প্রয়োজন বন্ধু
ধমক খেতে খেতে বড় হয়েছি, এখন আর
ধমক ছাড়া পেশী সচল হয় না, ঘুমাতে ঘুমাতে
কোমায় চলে যাই অনন্তর, শাস্তির ফেরেস্তারা
চলে আসে অগ্রিম, প্রশ্নের পর প্রশ্নের মহড়া;  
স্নেহ আর ভালোবাসায় কেনা, কথা আর কর্মের
দেনা আছে বাকী-  
নেতার আদেশ মানিয়াছ কি?
বুঝিয়াছ কি ফরজ, ওয়াজিব ?
প্রশ্নবানে গলদঘর্ম হয় রাজীব।

আজিব দুনিয়া, বালক না হতেই পালক অতঃপর
সুমেশ্বরীর জলে ভেসে ভেসে, কখনো উজানে
কখনো ভাটির টানে গড়িয়েছি অহর্নিশ, কখনোবা
সবুজ ধানের ক্ষেতে সেওতির লড়াই
ডোবার জলে কেঁদেছে জাঁক-দেয়া পাট
শুকনো রোদ কাঁধে গিয়েছি নয়নতাঁরার হাট।

জানি, আজো যদি পাই কোন ওঝা
কোমা থেকে জেগে উঠা খুবই সোজা
আবারো মাথায় নেব গোবরের আঁটি
আবারও হেঁটে যাবো গাঙ-দুপুরের মাটি ।