কাঁঠালিচাঁপার বাগান পেরিয়ে নবীন উঠোন, অতঃপর
আলো-আধারীর খেলা জমে উঠে ঝুলবারান্দায়
টপ-বারান্দায় উকি দেয় ফাগুনের আগুন
জানালার কার্ণিশ গলে সমান্তরাল বৈভব
ঝিকিমিকি করে প্রথম আলো প্রেম........
সদর দরজা খুলে দেখি অমি আর আমি
অমি হাবুডুবু খায়, আমি বরফজলে সাঁতরাই
খেলা জমে উঠে খেলাঘরে
তুমি তখনও পাদপ্রদীপের আলোয় আসনি


বিলের ধারে এক টুকরো ফসলি জমির দখলস্বত্ব
কিনলাম পানির দামে, অতঃপর  ঘাসবারান্দা
উঠোনের একপাশে কলমির বাগান
চারপাশে বর্গের বাহুমধ্যমায় খেলাঘর
সামনে আমবারান্দা, ডানে জামবারান্দা
বামে বামন-খুঁটির আল-বারান্দা
তোমার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল অনাদিকাল


একদিন ভোর হলো
নতুন সূর্য এসে ভাসিয়ে দিলো খেলাঘর
চোখ ছানাবড়া করে তাকালাম আমি
কবি বললেন একটি পিছ-বারান্দার গল্পগাথা


এখন  পিছ-বারান্দার আলো খেলা করে
আমি বোবা চোখে তাকাই পশ্চিমে ........
কড়িকাঠের দেনা আমাকে যেতে দেয় না
হাড়ের খোড়লের অদূরে আদুরে অপেক্ষায় দাঁড়িয়ে
আছে পরিপাটী  এক মাটির ঘর  .......