কেন জানি কোন কষ্টই আমাকে স্পর্শ করতে পারে না ইদানীং ;
ছোট কষ্ট, বড় কষ্ট, দৃশ্য ও অদৃশ্য সকল কষ্টকে  
গ্যাস-ভর্তি বেলুনের মতো ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছি , আবার
আলপিনে খোঁচা দিয়ে গাঁও-বালিকার হাতের  বেলুন ফাটানোর মজা লুটেছি  
হাওয়াই চপ্পল পায়ে সদ্য গজিয়ে-উঠা দূর্বা ঘাস মাড়িয়ে দিয়েছি
চাক্ষুষ দেখা কোন বিদারক রটনা বা ঘটনাকে হাসিমুখে এড়িয়ে গিয়েছি
কোন কষ্ট আমাকে এতোটুকু স্পর্শ করতে পারেনি  …


সাপ যখন ব্যাঙ ধরে অথবা বিড়াল যখন ইঁদুর ধরে আমার কষ্ট হয় না মোটে
হু হু বাতাস যখন পাখির বাসা  উড়িয়ে নেয় , আমার মন্দ লাগে না
নদী যখন ওকুল ভাঙে , আমার তাতে কিছু আসে যায় না  
পরের তরকারীতে নুন দিয়েছি, কেউ খেতে পারেনি  , আমার লেগেছে বেশ
ভরা পুকুরে দিয়েছি এক শিশি বিষ, মাছেরা সব চিৎকাৎ ভেসে উঠে
আমি মনের সুখে দু’ঠোঁটে  বাজিয়েছি  শিস  ।  


ভাবনা চিন্তা বিহীন, হেসে খেলে বেশ, আরামে  যাচ্ছে দিন  
হঠাৎ একদিন ভোরে বুকে অনুভূত হলো ব্যথা চিন চিন  
কষ্টের পাহাড় ভেঙে পড়ে বুকে, আকাশ ভেঙে পড়ে মাথায়
চিৎকারে  ভাসে বাতাস , ডাক্তার , বদ্যি,  ভাই কে আছো কোথায়?
স্তব্দ চারপাশ, কেহ নাহি আসে পাশে , নরাধমের ডাক শুনি
হৃদয়-ভাঙা দুঃখের বীজ বলতো কে আগে গিয়েছে বুনি ?