ঘটনা খুব বেশী দিনের নয়। হতাশার চারদেয়ালে বন্দী ছিলাম ঘোরতরভাবে। আমি প্রথম কবিতা লিখি ২০০৬ সাল থেকে। সেই থেকে শুরু। আমার জীবনের নানা অভিজ্ঞতা, বিরহ, কামনা-বাসনার ফর্দ সব লিখতাম প্রতিদিন। চার পাঁচটা খাতা আমার অনুর্বর মস্তিষ্কের ভারবাহী হয়ে গেছিল। অবশেষে তাদের পরিত্রান মিলল দেয়াশলাইয়ের কৃতিত্বে। দুই শত এর উপরে কবিতা(?) ছিল সেখানে। সব ধ্বংস করে ফেলেছি আমি আপন হস্তে।
কবিতা লিখে কবি-গুহার সন্ধান প্রাপ্তির প্রচেষ্টা আজ অবধি। কবিতা লিখে অন্ন, বস্ত্র, অলংকার না মিললেও শান্তি মেলে। আমার জীবনের বড় আফসোস এটাই।