কাজলের রং কবে সাদা হয়ে গেছে কেউ জানেনা
মনের গোপন চিলেকোঠায় হাজার হাজার ফাঁসির মঞ্চ
ঠোঁটে নীল রঙের আগুন জ্বলে নেভে আর বলে
কে করল আমার এ হাল? কে?


তিতলী তুই করেছিস তোর ভরা যৌাবনের মাদল দিয়ে?
কি আমার অপরাধ?
আমিতো বাঁচতে চেয়ে ছিলাম শুধু জারুলের ডালে ঝোলার দিন
নিরুত্তর প্রশ্নের ব্যজ্ঞন আমার পাতে টিটকারী মারে।


দেহের অলিগলি শিরশির করে,
বের হয়ে আসা হলুদ-সাদা ধোঁয়ার আবরনে শব্দ গুলো
কবিতার জঠরে বসতে চায়, কবিতা হবে বলে
তুই কবিতা হয়ে কি করবি? তার চেয়ে আমার মনেই ভাল থাক।


আমি পড়ে থাকি ছেঁড়া কাপড়ে মোড়ানো বাস্তবতার নাভিমূলে
যেখানে মানুষ থাকেনা, থাকে বৃত্তবানদের জিহ্বার খন্ডিত অংশ,
থুতুর দলা হয়ে বাসি ফুলের মধ্যে বেঁচে থাকি মৌনতায়
অজস্র মাছি ভালবেসে আমাকে উর্ধ্বগামী করে।