কবি, তুমি শুধু সুখ নও মোর  
নও তুমি ক্ষনিকের রুপালী বাতাস,
তোমার দখলে আমার ঘর মন জানালা
শব্দ, ফড়িং, আর অচেনা নক্ষত্রের আকাশ।


দেহ মানচিত্রের প্রতিটি অক্ষাংশে
ছুঁয়ে গেছে তোমার কম্পাস,
তরুলতার মহাদেশ আমার
তুমিই আমার প্রথম ও শেষ কলম্বাস।


তবে কেন ছেড়ে যেতে চাও আমায়
বাধঁ ঘর চব্বিশ কদম দূরে,
তা ভেবে বিরহিনীর মন মন্দিরে
নি:সঙ্গ চড়ুই ঠোকর মারে।


আমার রাঙা ঠোঁটের হলদে পাখির কেন এত অভিমান?
জেনে রেখো, পারব না রচিতে একা আমি শ্যামল সুরের গান,
চোখ মেল শেষ বার, দেখ শব্দের মোড়কে এনেছি আমি
তোমার প্রিয় পঞ্চাশটি কবিতার গোলাপি প্রাণ।



×সমাপ্ত×