যেদিন আমি যাবো চলে পৃথিবী ছেড়ে চির তরে
সেদিনও শেষ হবে না মনের সকল স্বপ্ন আশা
         নিভিবে না স্বপ্ন পিদিম ।
নিভে যাবে জীবনের আলো,দুচোখ হবে স্তব্ধ
তবুও বাংলাকে দেখিবার সাধ মিটিবে না
         আহা কি শান্তি হেথা চির দিন ।
মায়াবী গ্রাম-বাংলায় রোদেলা দূপুরে
সবুজ নদীর গহিন গাঙে
স্রোতালী বাতাসে ঘোরপাক খেয়েছি বারে বার
পাখির সনে গাহিয়াছি গান
মাটির সনে খেলেছি খেলা
বাঁধিয়াছি স্বপ্ন মনের কোণে ।
হে বঙ্গমা বড় বেশি ভালোবাসি আমি তোমারে
এ মোর শেষ আবদার বঙ্গমা তোর কাছে
ইহলীলা-সংবরণ করিব যবে
আমায় রাখিস ধরে তোর মায়াবী কোলে ।