ঘাড় গুঁজে সুখে নির্বাক মুখে  
                     কি জানি কি সব লিখছে
ছাইপাঁশ না কি কবিতা তারা!
কিলোর দরে কি বিকছে!
অগোছালো শত জটিল তত্ত্ব  
                    ভবঘুরে ভাবে ভাসছে।  
ছাদ থেকে তারা চাঁদ ও আকাশ
টুপটাপ নেমে আসছে!    
গোলাপের কলি, চকোলেট রাশি  
                     টফি জেলিবিন্স উড়ছে
সাহারার বুকে মেঘমল্লার
চেরাপুঞ্জির থেকে জুড়ছে।


শীতকাতুরে কুয়াশাকে মুড়ে  
                    ঝুলির ভেতরে রাখছে  
কথার ওপরে কথামালা জুড়ে  
নলেন গুড়ে তা মাখছে।  
আবোল তাবোল ব্যঙাচির বিয়ে
                    যাচ্ছেতা যত ভাবছে  
রঙের মিনারে রাগে অনুরাগে
ব্রজধূলি তত মাখছে।
উচাটন মান বৈরাগী প্রাণ
                     আবেগ প্রকাশে কাঁপছে    
গতানুগতিক, ব্যতিক্রমী  
লাফিং বুদ্ধ হাসছে!


সিগারেট জ্বলে ফুসফুস পোড়ে
                    সাঁঝের বাতিরা কাঁপছে
মহাকাশ টানে আকাশগঙ্গা  
হাতছানি দিয়ে ডাকছে!
এলিয়েন ওই বার্তা প্রেরণা  
                   মাইক্রোওয়েভে উড়ছে
ফেরোমেন ঝরে নিউরন থেকে
নিউরনে কাকে জুড়ছে!  
বিদ্রোহী হাওয়া বদলে গিয়ে
                    বদলের সুখ খুঁজছে
সঘন বার্তা বাতায়ন পাশে  
চোরা গলিতেই ধুঁকছে।


নিউটন বসে অ্যাপলের আশে  
                     হকিং অঙ্ক কষছে
ডিনার টেবিলে এটমিক বোমে  
রিলেটিভিটিকে ঘষছে।  
ইকুয়েশনে ঘুম উড়ে গেছে
                   ট্যাঁকের কড়ি কি খসছে!    
সারা রাত জেগে আইনস্টাইন
জিভ কেটে একা হাসছে।  
মগজের থেকে গ্রে-ম্যাটার কমে
                 রোমান্স কবিতা ঢুলছে  
পিথাগোরাসের বর্গেরা এসে  
কবির কানটা মুলছে।।