উদ্ভট সব ঠাকুর ভাসান চলছে পৃথিবীতে
ঠাকুর যেন উঠবে জেগে চমকপ্রদ গীতে ৷
সিঁদুর খেলায় মন মাতিয়ে মিষ্টি মুখে দিয়ে
বাজনা তালে কোমর নাচায় ধূনচি হাতে নিয়ে ৷
বিকট শব্দে কান পাতা দায় আজব ডিজে গানে
শব্দবাজির দুমদুমাদুম ভরায় তুলো কানে ৷
সবাই যেন শিবের চ্যালা টলতে টলতে নাচে
ওসব ছাড়া ভাসান জমে ? ওতেই পরাণ বাঁচে ৷
বিসর্জনের বিসাদতো নাই পূজোর আসে পাশে
পরাণ কাঁদে বলছে বটে কিন্তু পরাণ হাসে ৷
অনেক কিছুই খামচে নিল ভাসল শুধুই মাটি
বিসর্জনের ভুলতে ব্যথা এসব নাকি খাঁটি ৷