দিক গুলো ভুল ভাল কেন হয় কি জানি
সূর্য তো ঠিক ঠাক পূর্বেই তা মানি।
নতুন জায়গা হলে কোনটা যে কোন দিক
সূর্যই বলে দেয় ভুল কি তা না সঠিক।
সকাল বিকাল ভেদে পূর্ব বা পশ্চিম
মাথার উপর রোলে ভাবতেই হিমশিম।
আসল যে কালপিট সেই বেটা রাস্তা
এদিক ওদিক ঘুরে গুলে দেয় খাস্তা।
বাম দিক দান দিক গোলাকার বৃত্তে
বার বার ঘুরে ফিরে দিক গোলে চিত্তে।
তারপর ভ্রম যায় সঠিক কি তা জেনে
মাথার যে স্ক্রু ঢিলে নেবেই না তা মেনে।