ঝাঁকে ঝাঁকে আসে ওরা ঝাঁকে ঝাঁকে যায়
পরিযায়ী পাখি হয়ে বলো কি তা পায়?
তীলে তীলে গড়ে ওঠে মানবের এ দেহ
শুধু এসে চলে যাই ভাবেনা তো তা কেহ ৷
কিন্তু অমর হতে কিবা ত্যাগ কিবা শ্রম
বাস্তবে হেরি তাই ঘুচে যায় তার ভ্রম ৷
কতিপয় জনে এসে মেনে নেয় তারে
পার্থিব সুখ তারে ফেরাতে না পারে ৷
একটু সুনাম পেলে সকল সে দুখ রাশি
আনন্দ ফুল হয়ে বেদনাতে রয় ভাসি ৷
গহীন আঁধার মাঝে বিন্দু বাতির আলো
দেখায় পথের দিশা ঘোচায় জীবন কালো ৷
শেষ নাই এ পথের যায় সে সমুদ্দূরে
বাতি খান নিভে যায় সাঙ্গ জীবনপুরে ৷
লেখা হয় স্বরলিপি ক্লান্ত পথের পরে
অমর পূজিত হন মানবের মন ঘরে ৷