বিদায় বিনায় সুর বাজিয়ে
      চৈত্র বলে আসি,
একটা বছর কাটল যেন
      হাওয়ার স্রোতে ভাসি ৷


আবার এল সংক্রান্তি
       শেষের বিদায় বেলা ,
এল আবার শিবের গাজন
       চরক পূজোর মেলা ৷


কৃচ্ছসাধন করবে এবার
       সন্ন্যাসীদের দলে
বাবার নামে বঁটি কাঁটায়
       ঝাঁপবে অবহেলে ৷


ফলের রাশি ছুঁড়বে কত
       ভক্তজনের মাঝে,
নীল ঘরেতে আগুন দিয়ে
       উদ্ধারিবে সাঁঝে ৷


চরক বাঁধা কাঠের থেকে
        ঝুলছে লম্বা দড়ি ,
কোমর বেঁধে ওই দড়িতে
        শূন্যে বেড়ায় ঘুরি ৷


চরক মানেই পূরোনো বিদায়
        চরক মানেই হর্ষ,
চরক মানে রাত পোহালেই
        আসছে নববর্ষ  ৷