ভোট আসছে ভোট আসছে আসছে যেন মেলা
নাওয়া খাওয়া টুটল কারোর জিততে এমন খেলা।
খেলছে যে সে , চিন্তা যেন সমর্থকের বেশি
বিপক্ষরা খেলতে এলে ভাঙছে হাড় আর পেশী।
এমনিতে তো বিপক্ষেরা সামর্থ্যেতে কম
তবু তাদের গুড়িয়ে দেবার চলছে এমন শ্রম।
এমনি করে টালমাটালে ভোটের সে দিন এলে
বিনা প্রতিদ্বন্দিতাতেই বিজয় কিছু মেলে।
বাকিগুলোয় ছলে বলে গোল ঢুকিয়ে দিয়ে
বিজয়মাল্য গলে সবাই নাচলো ধ্বজা নিয়ে।
এ কোন বিজয়? বিজয়ে যার গর্ব আবেশ নাই
সুষ্ঠু ভাবে চললে খেলা জিততো নাকি তাই?
অনায়াসের জয়ে এরূপ ছলের প্রয়োগ কেন
গণতন্ত্রে এমন বাধা কণ্টকিত যেন।
এ কোন প্রয়াস বিরোধীদের মৃত্তিকাহীন করা
বিনা বাধার কর্মে এখন আসবে নেমে জরা।
জনের থেকে স্বতন্ত্রতা যদিবা নেয় কেড়ে
কালের ধারায় বিজয় মাল্য নিজেই যাবে ছেড়ে।