হাবু গা‍ঁয়ের গরীব চাষা সপ্তাহে দুই হাটে
বিক্রি করে নিজের ফসল এমনিতে দিন কাটে।
দু এক টাকার দর কষানো অফিস ফেরত বাবু
বললে হে তোর সব কটা শাক ভোরেই দেনা হাবু।
না হয় নিলি পাঁচ টাকা কম কি আসে যায় তাতে
বর্তমানে পাঁচ টাকাতে  কি পাবি বল পাতে?
বললে হাবু মাস গেলেতো পাইনে হাজার হাজার
ওই কয়টা পাঁচেতে হয় আমার জন্যে বাজার।
রৌদ্রে জলে অনেক কষ্টে তৈরি এ শাক জেন
কম দিয়ে তাই পরিশ্রমের অপমান নয় হেন।
বাবু বলেন ব্যাপারটাকি ফের বছরে দেখি
শাকের দামে বাড়াসরে তুই , এমন কেন মেকি?
খচে গিয়ে বলল হাবু ফের বছরে তবে
মায়নে বাড়া নিয়ে এমন হন্যে তুমি হবে?
সার ওষুধ জল আর চষা দাম বাড়ছে আরো
শ্রমিক মাইনে দ্বিগুন সেটায় চোখ নাইতো কারো।
সবারে দেয় শুন্য চাষা হস্ত করে খালি
এখন একটু পাওয়ার সময় দিওনা তাই গালি!!