কোন সে কালের  ভণ্ড সাধু
                কয়টা তাবিজ নিয়ে,
বম্ বম্ বলে দণ্ডায় হয়
                 বাড়ির সামনে গিয়ে ৷


বলল হেঁকে শোনরে মেয়ে
                 আমি অন্তর্যামী ,
সামনে যে তোর আসছে বিপদ
                হোসনা বিপথগামী ৷


তাবিজ একটা ধারণ করিস
                ভক্তি মনে নিয়ে,
শনির দশা ঘুচবেরে তোর
               ভাগবে জানলা দিয়ে ৷


দক্ষিণা দিস চার পাঁচশ
              মাত্র কটি টাকা,
না পারলে দুই তিনশ
             নইলে ভাগ্যে কাঁটা ৷


কত্তা তখন বাইরে এসে
             বলল সাধুর কাছে,
জিনিস একটা পাই না খুঁজে
           বলুন কোথায় আছে ৷


বলল সাধু এক্ষুণি যাও
           ঘরের ঈশান কোনে ,
দেখবে খড়ের চালে জিনিস
          রয় অতি যতনে ৷


বলল সবাই ভণ্ড ওরে
          হারায়ে যায় গরু ,
বলিস কিনা খড়ের চালে
          আনতো লাঠি সরু ৷


চরম মারে ভণ্ডামি তার
          করল সবে ছাড়া ,
সেই যা গেল আর এলনা
          বাঁচল তাদের পাড়া ৷