বোশেখ মাসের খুরখুরে রোদ মাটি কাটার তরে
প্যালা মাথায় পাগড়ি বাঁধে গামছা টেনে জোরে ৷
ঝুড়িতে তাই মাটি ভরে তুলল বাবা দিতে
কিন্তু প্যালা অনভ্যাসে পারলনা তায় নিতে ৷
বলল বাবায় বসাও নাগো পিড়েতে ঠিক করে
দেখতেইতো পাইনা তারে কেমনে বসাই ধরে ৷
বলল বাবা সব জিনিসেই দেখতে কি আর হবে ?
মুখেতে তুই খাবার জিনিস কেমনে পুরিস তবে?
এক দিনোতো যায়না সেটা নাকের ভেতর ওরে
হ্যাঁচ্চো বলে ফেলিসনিতো বিষম কেসে জোরে৷
ব্যাপার তা নয় মানুষ হোলো অভ্যাসেরই দাস
ক'দিন গেলেই পারবি সবই এক হবে হাড় মাস ৷