আমার, নাইকো কোন জ্ঞান
      আমি, চালাই রিকসা ভ্যান,
তুই কেনে বাবু পেছনে বসে
        করিস ঘ্যানর ঘ্যান??

আমার, আছে কানা কড়ি
       আমি, তাই দিয়ে খাই বিড়ি,
তুই কেনে বাবু সিগারেট খেয়ে
        স্টাইল মারাইছেন? ?

আমার, চোখযে ছানাবড়া
      আমি, শিখিনি লেখাপড়া,
তুই কেনে বাবু ইংলিশ বলে
       ঘ্যাম বাড়াইছেন? ?

আমার,  ঘরে ফাটা বাঁশ
       তাতে, সুখেই করি বাস,
তুই কেনে বাবু পাকা ঘরেতে
        কোন্দল লাগাইছেন??