একের অভাব হয়না পূরণ
          অন্য জনের দ্বারা,
নয়ন পাখি খুঁজেই ফেরে
          সেই সে নয়ন তারা।


দুজনে মিলে, খেলার ছলে
        এইযে কাছে আসা,
নিবিড় হয়ে, পরশ নিয়ে
         সুখের সলিলে ভাসা।
তোমার বিহনে, হবোগো কি আর
         প্রেমেতে পাগল পারা?


তবুও যদি প্লাবন আসে
       ভাসায় জীবন পুরে,
সুখের থেকে সারিরে সরায়
        দুরের থেকে দুরে।


সঙ্গে পাবো, সঙ্গী হবো
        ছায়ার মত ঘিরে,
স্মৃতির লেখা, বেড়াব সখা
      বেদনার তীরে তীরে।
জনম মরণ মিলবে সেথায়
         বিধির বাঁধন ছাড়া।