জয় যে তোমার সুনিশ্চিত,
দারুণ শকত তোমার ভিত,
সকল উছল সুরের বীনায়
       মন্দ্রে- তারেতে তোমার গীত।।


বৃথাই ভাবিছ তব মরমে
অনিশ্চয়তা এই করমে,
এ যে ব্যাকুলতা,  বিগত ভীরুতা
    দূরেতে সরাও এসব বীত।।


সবার হৃদয়ে জ্ঞানের সভায়,
জেগে আছ তুমি আপন আভায়।।


হৃদয়ে জাগাও আলোক প্রভা
বাহিরিরে দেখ জগত শোভা,
চির দুর্জয়,  সদা দুর্গম
       সর্ব স্থানেতে তোমার জিত।।