নান্তু সোনার দুষ্টুমিটা
         বড্ড গেছে বেড়ে,
ছুটো ছুটিতে  প্যান্টুনুনটা
        বারবার খুলে পড়ে ।


বাপে মায়েতে হচ্ছে নাকাল
         সামাল দেবার তরে,
এটা ছুঁড়ছে,  ওটা ভাঙছে
         দিনটা সারা ভরে।

আড়ি করলে দিতেই হবে
        যেটা চাইবে সেটা,
নইলে পরে কেঁদে কেটে
        ফাটাবে কানের পটা।


চাঁদের মত মুখখানা তার
         মায়ার বাধনে টানে,
সে না থাকলে ঘরটা ফাঁকা
          লাগায় সবার মনে।