রাত জেগে কাজ করি
মনে হয় শুয়ে পড়ি।
মেলা কাজ আছে বাকি
চোখ টেনে জেগে থাকি।
ঢুল মেরে কাজ করি
সব কাজ ভুলে ভরি।
ধ্যাত তেরী শুই তবে
জেগে উঠে দেখা যাবে।
এলার্মটা চালু করি
কাজ ছেড়ে ঘুম ধরি।
ঘুম ঘোরে এলারাম
বেজে যায় রেনডাম।
ঝালাপালা করে কান
কানে যেন ছোড়ে বান।
শেষে হয়ে বেজারে
ছুঁড়ে দিই সজোরে।
খান খান হয় সেটি
চমকিতে জেগে উঠি।
হায় রাম এ কি হল
ঘুম ঘোরে ঘড়ি গেল! !