জ্যামে পড়ে জমে গেছি
পথপানে চেয়ে আছি।
শুধু গাড়ি আর গাড়ি
এক হাত ছাড়া-ছাড়ি।
ট্রফিকের গোলমাল
সব তাই পয়মাল।
গরমেতে ঘামেঘাম
গ্যাস ছাড়ে বুড়ো ধাম।
হায় রাম হায় কালি
বের করে চোরা গোলি,
গাড়ি খান মাথা গুঁজে
কোন কিছু নাই বুঝে-
তারপরে হায় হায়
গাড়ি আর কোথা যায়?
নাই পারে এগোতে
পারে নাতো পিছোতে।
জ্যামে জ্যামে জড়িয়ে
বেলা যায় গড়িয়ে।
পথ মাঝে পাতা ফাঁদ
সব কাজ বরবাদ।