নাক ডেকে ঘুম দেয়
      ভোলানাথ রায়
কিছু যেন কানে বেজে
      ঘুম ভেঙে যায়।


মনে হয় দূর থেকে
     ঝড় আসে তেড়ে
থেকে থেকে শব্দটা
     ক্রমে যায় বেড়ে।


ঘরদোর ঝড় বুঝি
      সব ভেঙে দিলে
সাত পাচ ভেবে ভোলা
     জানলাটা খোলে।


ওরে বাবা এ যে বাঁকা
      রান্নায় মগ্ন
তেলে জলে চড় চাড়
      শব্দ জঘন্য।


স্বাদ খানা যাই হোক
     শব্দেতে পাকা
কোমোরে গামছা বেঁধে
     পাক দেয় বাঁকা।