ধূমল মেঘে ভরল আকাশ
মৌসুমি  দেয় আদ্র বাতাস
ঝিমঝিমিয়ে বৃষ্টি শুধু
বর্ষা আসে তারই প্রকাশ ৷


সবুজ বরণ পাটের ক্ষেতে
হাওয়ার দোলা আসতে যেতে
গুঞ্জরনে ফুলের বনে
মৌমাছিরা উঠল মেতে  ৷


ধানের বীজে বুনলো চাষী
ফললে ফসল ফুটবে হাসি
দক্ষিণ  হাওয়া মনের কোনে
খুশির দোলায় বাজায় বাঁশি ৷


খুশির আবেগ সবার প্রাণে
সকাল জাগে পাখির গানে
বর্ষা রানি ফিসফিসিয়ে
বলছে এলাম কানে কানে ৷