কষ্ট করে সিটটা পেলাম
      কিচ্ছুতেও ছাড়ব না ,
যুক্তি, তক্কে, গায়ের জোরে
      কারও কাছে হারব না ৷


আমিই ছিলাম যোগ্যতম
     অন্য  সবার থেকে,
জনগণই সিটটা দিল
     তাইত অনেক ছেঁকে ৷


উন্নয়নে গা ভাসিয়ে
    কূত্সা সবার নিয়ে ,
কয়টা বছর কাটবে আমার
    সিটেতে তা দিয়ে
ব্যাঙ্ক ব্যালেন্স ন'গুন হবে
    কয়টা বছর গেলে ,
চলার  পথের যত কাঁটা
    তুলবো অবহেলে ৷


কিন্তু  মানুষ জাগলে , তারে
    কঠোর ভাবে নেবো,
দমাতে তায় নৃশংসতায়
   মরণ কামড় দেবো ৷
  
হারলে পরে বিদেশ যাব
   কে আর আমায় পাবে ?
জমা টাকায় চার পুরুষের
   দিব্যি চলে যাবে ৷