কখন কোথায় কোন দিকে যায়
     জল কি বলো জানে ?
উঁচুর থেকে নিম্নে সে যায়
      কেবল ধরার টানে ৷


বানের ভাসান রুখতে ভীতে
      করতে হবে উঁচু --
পচবে তারাই বানের জলে
       যাদের বাড়ি নিচু ৷


রোগ ব্যাধিরা বানের মতো
       যখন তখন আসে ,
নরম ভীতের দেখলে শরীর
       অমনি তারে গ্রাসে ৷


বাঁচতে হলে ওদের থেকে
       শক্ত করো দেহ ,
ব্যায়াম করে ভেষজ খেতে
       ভুলবেনা ভাই কেহ ৷


করলে ওসব শরীর তোমার
     থাকবে এমন তাজা ,
রোগজীবাণু ঢুকলে তারে
     করবে ভাজা ভাজা ৷