ওই তো সেদিন জন্ম নিলাম
       মা ধরনীর কোলে ,
তারই স্নেহে ধন্য হয়ে
       দেখব আকাশ বলে ৷


জল বায়ুতে পুষ্ট হয়ে
       উচ্চে তুলি মাথা ,
এক জায়গায় বন্দি ছাড়া
      নাইযে কোন ব্যথা ৷


পাখি আমার ডালে বসে
      শোনায় নানান গান ,
বাতাশ এসে দোলায় শাখা
       নাচে আমার প্রাণ ৷


সূর্য যখন রুদ্র তেজে
        নিথর করে দেহ ,
বর্ষা এসে স্নান করিয়ে
       বিলোয় অপার স্নেহ ৷


সবার স্নেহে ধন্য আমি
     সবার ভালো চাই ,
আমার যেটুক সাধ্য সেটুক
     উজাড় করে যাই ৷


খাদ্য দিলাম , বস্ত্র দিলাম
      দিলাম প্রাণের শ্বাস ,
ফুলের সুবাস , ফল দিলেও
     মেটেনা তাই আশ ৷


নিজেরে তাই নিস্ব করে
      শেষ করিনু পাঠ,
মরার পরে ছিন্ন করে
      নিওগো আমার কাঠ ৷