না জানি কোন অকাল এসে বসল মাথা নেড়ে,
সংস্কৃতি সব বিদায় নিল গ্রামের মাটি ছেড়ে ৷
আগে গানের ঠেক বসতো প্রতি পাড়ায় পাড়ায় ,
এখন সে সব কমে কমে দু একটা মন জুড়ায় ৷
এখন কোথাও ড্যান্স হলেই উপচে পড়া ভিড়
ছেলে বুড়ো ছুটবে এমন ঠিক যেনবা তীর ৷
যাত্রা নাটক যাচ্ছে কমে হচ্ছে গুনে গুনে ,
সিনেমা তাই চালায় সবাই অনেক দেখে শুনে ৷
সকাল সন্ধ্যে রেয়াজ লোকের ধাত্রে যে না সয়
আড্ডা ঠেকে তাইতো চা আর তাসের খেলা হয় ৷
হারায়ে তাই আপন নীতি ধূকছে এখন গ্রাম
ফিরবে কবে সংস্কৃতি যে আশায় অবিরাম ৷